You have reached your daily news limit

Please log in to continue


ঘরের সাজে লুকিয়ে আছে মনের কথা

হঠাৎ করে কোনো বন্ধু বা আত্মীয়ের বাড়ি গেছেন, বসার ঘরে আসতেই রঙিন শতরঞ্জিতে পা রেখে আরামদায়ক একটি চেয়ারে বসলেন। ঘরের এক কোণে বইয়ের তাকগুলোর ওপরে অল্প কিছু মাটির জিনিস সাজানো। চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখলেন জানালার সামনে ছোট্ট রোদটুকু এসে পড়ছে সাদাসিধে একটি পাতাবাহারের গায়ে।

মনের অজান্তে হয়তো প্রশংসা করেই ফেলবেন। তবে ভেবে দেখেছেন কি- একটি ঘর বা বাসা সুন্দর করে সাজানোর এই আয়োজন আসলে কার জন্য? শুধুই অতিথির মন জয় করার জন্য? নগরের এই ব্যস্ত জীবনে অর্থ, সময় ও এনার্জি খরচ করে আমরা কেন সাজাই নিজের ছোট্ট আবাসটি?

কখনো কখনো অতিথির চোখের জন্য আমরা সবাই ঘর পরিষ্কার করি আর সুন্দর করে গুছাই, এ কথা অস্বীকার করা যাবে না। কিন্তু আপনার নিজের ঘরটি আপনার চোখে দেখতে কেমন লাগে, সেখানে থাকতে আপনার আরাম লাগে কি না, আশেপাশে আপনার পছন্দের জিনিসগুলো আছে কি না, ঘরটি আসলেই আপন মনে হয় কি না- এসবের সঙ্গে জড়িয়ে আছে আপনার জীবনযাপনের অনেকগুলো দিক। তাই নিজের জন্য, নিজের মতো করে ঘর সাজানো এক ধরনের ‘সেল্ফ কেয়ার’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন