![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/11/1739274512-02eadebe6b8e261f16862470e979faf6.jpg)
নামের বানান ভুল একদম মানতে পারি না : কনকচাঁপা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১
গান, ছবি আঁকার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা তিনি শেয়ার করেন ভক্ত-শ্রোতাদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় কনকচাঁপা এবার তার নামের নামের বানান নিয়ে ভুল ধরিয়ে দিলেন।
এক ফেসবুক পোস্ট বরেণ্য এই কণ্ঠশিল্পী লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা।
অথচ ৮০ ভাগ মানুষ আমার নাম লেখে রোমানা! রুমানাকে রুমানা লেখা কি এতই কঠিন! ইংরেজিতেও এর তফাত মেলা। Rumana, Romana-তে তফাত আছে না? উকার, ওকার-এ তফাত আছে না? নামের বানান ভুল আমি একদম মানতে পারি না।’
তিন দশকেরও বেশি সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি।