![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/g-m-kader-202501121620401-202501191716381-20250211173031.jpg)
নিরপেক্ষ-নির্ভীক গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সার্বিকভাবে সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করে। ফলে, নিরপেক্ষ ও নির্ভীক গণমাধ্যম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য অঙ্গ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, রিপোর্টার্স উইদআউট বর্ডার্স (আরএসএফ) ২০২৪ সালের রিপোর্টে সাংবাদিকদের জন্য বিশ্বের তৃতীয় সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) উদ্ধৃতি দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, গেল কয়েক মাসে ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী ইলেক্ট্রনিক মিডিয়ায় চাকরি হারিয়েছেন। একই সময়ে প্রিন্ট ও অনলাইন মিডিয়া থেকে প্রায় দুই শত কর্মী চাকরিচ্যুত হয়েছেন। একই সময়ে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। এরই মধ্যে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পরিবারে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।