ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানের উদ্দেশ্য সফল হবে না: মান্না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮

জাতীয় স্বার্থে সকলে ঐক্যবদ্ধ না থাকলে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।


মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে দুটি দেশের উদাহরণ টেনে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশও ‘সামনের দিকে এগিয়ে যাবে’।


সরকার পতনের ছয় মাস পর নানা ঘটনাপ্রবাহ ও বিভিন্ন বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সামিল হওয়া পক্ষগুলোর মধ্যে মতানৈক্য দেখা যায়।


মিশরের গণঅভ্যুত্থানের বিষয়টি তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “সেখানে দলগুলো দলাদলি করতে করতে গিয়ে গণতন্ত্র চলে গেছে, সমৃদ্ধির সম্ভাবনা চলে গেছে। আর তার পাশে আছে তিউনেশিয়া… সেটা আরও দরিদ্র দেশ ছিল।


“সেই দেশে যত মারামারি-কাটাকাটি-দলাদলি থাক না কেন সবাই উপলব্ধি করেছে যে, আমরা যদি একসাথে কাজ না করি তাহলে দেশ গড়ে উঠবে না। তারা সেই একত্রিত হবার জন্যে ঐক্য গড়ে তুলবার জন্যে সংগ্রাম করেছে। তিউনিশিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও