ঢাকার সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীসহ তিন পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
সোমবার মধ্যরাতে জামগড়া এলাকার কাঁঠালতলা মহল্লার আফাজ উদ্দিনের ভাড়া দেওয়া বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান।
নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন এবং তার স্ত্রী একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতব্বরের মেয়ে হাফিজা। দুজনই ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
অপরদিকে মঙ্গলবার দুপুরে খেজুর বাগান এলাকার একটি তৈরি পোশাক কারখানা থেকে আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই শামসুল হক।
নিহত মোস্তফা (৩৫) ‘রেডিয়ান্স জিন্স লিমিটেড’ কারখানার শ্রমিক ছিলেন।