![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/mental-halth-20250210173308.jpg)
কাজের নেশায় জীবন হারাচ্ছেন না তো
আজকের এই দ্রুতগতির জীবনে আমরা সবাই যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় শামিল। সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলা, মিটিং, ডেডলাইন, প্রজেক্ট, বাড়ি ফিরে আবার কাজ—এই চক্রে আমরা এমনভাবে আটকে গেছি যে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করাটাই যেন বাড়তি কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, এটা কি আসলে জীবনের সঠিক সংজ্ঞা? নাকি কাজ ও জীবনের মধ্যে একটা সুস্থ ভারসাম্য রাখাটাই আসল সাফল্য?
কাজ আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কাজই যখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে যায়। যেমন, সকালের চায়ের স্বাদ, বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা, বা সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটানো—এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনকে অর্থপূর্ণ করে তোলে। কাজের চাপে যদি আমরা এই সুখগুলো হারিয়ে ফেলি, তাহলে কি এটাকে সফলতা বলা যায়?