ট্যারিফ কমিশনের কাজের ফলে সুফল পেয়েছে ভোক্তা
আমরা রমজানকে সামনে রেখে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছি, যাতে সে সময় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখা যায়। তিন মাস আগে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি, যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে।
অনেকেই ডিমের দাম নিয়ে কথা বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ডিমের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। ডজনপ্রতি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১৯০-২০০ টাকায়। পরবর্তী সময়ে সরকারের ত্বরিত পদক্ষেপের কারণে ডিমের দাম কমেছে। এখন ডজনপ্রতি ১২৫-১৩০ টাকায় ডিম পাওয়া যাচ্ছে। এ উদ্যোগগুলো সরকার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিসি) সুপারিশ অনুযায়ী করেছে, যার ফল এখন ভোক্তারা পাচ্ছেন। ডিমের দাম যেন দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকে সেই বিষয়েও আমাদের উদ্যোগ আছে। আশা করি, দামের ক্ষেত্রে বিটিসির যে প্রভাব আছে সেটি ভবিষ্যতে পরিলক্ষিত হবে।
- ট্যাগ:
- মতামত
- বাংলাদেশ ট্যারিফ কমিশন