রোহিত শর্মা, শুবমান গিলরা তাণ্ডব চালাচ্ছেন ইংল্যান্ডের বোলারদের ওপর। কটকের বরাবাতি স্টেডিয়ামে যখন দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিং উপভোগ করছেন, তখনই স্টেডিয়ামের ফ্লাডলাইট বাধ সাধল। ফ্লাডলাইটের ঝামেলার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পড়েছে তোপের মুখে।
ইংল্যান্ডের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে নেমে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৬.১ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে ভারত। তখন মাঠের একটা ফ্লাডলাইট হঠাৎই বন্ধ হয়ে যায়। মাঠের দুই আম্পায়ার জয়ারামান মদনগোপাল, ক্রিস ব্রাউন ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেন। ফ্লাডলাইট বিভ্রাটের কারণে ৩০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। বিদ্যুৎ গোলযোগের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকে বিসিসিআইকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেন। কেউ একজন বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের জন্য বিব্রতকর বিষয়।’