![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/google-map-20250210115453.jpg)
নিজের বাড়ির লোকেশন গুগল ম্যাপে যুক্ত করবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৫
গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গুগল ম্যাপস কেবল একটি নেভিগেশন টুল নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রায় ২ বিলিয়ন মানুষ প্রতিদিন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কাছাকাছি স্থান খুঁজে বের করার জন্য এবং ভ্রমণ পরিকল্পনা করতে এই অ্যাপটি ব্যবহার করেন।