![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/rasheda-rawnak-children-20250210095513.jpg)
শিশুর স্বাভাবিক বেড়ে ওঠায় আমাদের ভূমিকা কতখানি?
সামাজিক যোগাযোগমাধ্যমে আজকাল অনেককিছুই ভাইরাল হয়। বেশিরভাগ ভাইরাল বিষয় নিয়েই আলোচনা-সমালোচনা হয়, তবে কয়েকদিন আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলশিক্ষার্থী আরাবি ইসলাম সুবাকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে প্রতিবেদনের আগে তার নিখোঁজ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল।
মোহাম্মদপুর থেকে হারিয়ে যাওয়া ফুটফুটে মেয়েটি আরাবি ইসলাম সুবাকে খুঁজে পেতে তা অনেকেই শেয়ার করেছিলেন। যেহেতু এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, তাই মানুষের ভেতরে উৎকণ্ঠাও কাজ করছিল বেশি। তার মাঝে মেয়েটির মা ক্যান্সার আক্রান্ত, অসহায় পিতার একান্ত আকুতি মেয়েটিকে ফিরে পাওয়ার, সেই আবেগ মানুষকেও ছুঁয়ে গিয়েছিল।
তবে এই ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে একটি সিসি ক্যামেরার ফুটেজ, সুবার নিখোঁজকাণ্ডে ভাইরাল হওয়া ফুটেজের পর ৪ ফেব্রুয়ারিতে খোঁজ মিলল সে নওগাঁতে, এক বন্ধুর সাথে অবস্থান করছিল। এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন আরেকবার হইচই শুরু হলো।