সরকারের শীর্ষ তিন পদসহ চুক্তিতে সিনিয়র সচিব পদে থাকা ১৫ জনের মধ্যে ১১ জনকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব পদে পদোন্নতি পাওয়া ১১৯ জনের মধ্যে ৫০ জনই ১৯৮২ সালের ব্যাচের। ১৯৮২ ব্যাচের কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ‘বঞ্চনা নিরসন কমিটি’র সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।
নিজের কমিটির সুপারিশের আলোকে মোখলেস উর রহমান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। প্রশ্ন উঠেছে তাঁরই ব্যাচ থেকে ৫০ জনের পদোন্নতি পাওয়া নিয়েও। বঞ্চনার প্রতিকারবিষয়ক কমিটিতে থেকে নিজের নাম সুপারিশ করাকে স্বার্থের দ্বন্দ্ব হিসেবেই দেখছেন কোনো কোনো কর্মকর্তা।