‘এআই’ ব্যবহার করে তৈরি করুন পেশাদার ছবি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪

প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারী—বহুল প্রচলিত একটি প্রবাদবাক্য। চাকরি, ব্যবসা অথবা বিয়ের জন্য রেজুমে, প্রফাইল বা বায়োডাটা তৈরিতে মানসম্মত ছবির ব্যবহার সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এআই কাজে লাগিয়ে সহজেই সেলফি বা ক্যাজুয়াল ছবি থেকেই সম্ভব স্টুডিও মানের হেডশট তৈরি। পেশাদার ফটোগ্রাফার ও স্টুডিও ভাড়া করে হেডশট তোলা বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল কাজ।

তাই অনেক ব্যবহারকারী লিংকডইনে ক্যাজুয়াল সেলফি অথবা পাসপোর্টের ছবি আপলোড করে থাকেন, যা একেবারেই অনুচিত।


রিক্রুটারদের মতে, যেসব প্রফাইলে ব্যক্তিগত পোস্ট বা অপেশাদার ভাষা ও ছবি ব্যবহৃত হয়, সেসব প্রফাইল তারা অনেক সময় খুলেও দেখেন না। পেশাদার ব্লগারদেরও একই অভিমত, পাঠকদের আকৃষ্ট করতে সঠিক ছবি ব্যবহারের বিকল্প নেই। হেডশট তৈরির এআই সেবার অভাব নেই অনলাইনে।


ক্যানভা


সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে শুরু করে সিভি, ব্যানার অথবা ওয়েবসাইট ডিজাইন করার জন্য ক্যানভা জনপ্রিয়। প্রতিষ্ঠানটি এআই হেডশট জেনারেটর সেবাও দিচ্ছে। প্রতি চব্বিশ ঘণ্টায় দুটি ছবি জেনারেট করা যাবে ফি ছাড়াই, আরো ছবির জন্য প্রয়োজন সাবসক্রিপশন। সেলফি অথবা ক্যাজুয়াল ছবি আপলোড করলেই বাকি কাজ করবে ক্যানভা।


হেডশট প্রো


এআই কাজে লাগিয়ে পেশাদার ছবি তৈরির সবচেয়ে জনপ্রিয় সেবা হেডশট প্রো। এটি ব্যবহারের জন্য অন্তত ২৯ ডলার [বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৫০০ টাকা] খরচ করতে হবে। সেলফি আপলোড করার পর তিন ঘণ্টার মধ্যে হেডশট তৈরি করে দেবে হেডশট প্রো। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও