দক্ষিণ এশিয়ার প্রথম শিল্পী হিসেবে বিখ্যাত ওয়াম্পলার পেডালসে যুক্ত হলেন ভাইকিংসের ফারুক
বাংলাদেশের রক ব্যান্ড ভাইকিংস–এর লিড গিটারিস্ট ফারুক হোসেন (শুভ) দক্ষিণ এশিয়ার প্রথম শিল্পী হিসেবে ওয়াম্পলার পেডালস–এর আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছেন।
ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মার্টিনসভিলে অবস্থিত ওয়াম্পলার পেডালস একটি বিখ্যাত বুটিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা বিশ্বব্যাপী উচ্চমানের গিটার ইফেক্টস পেডাল তৈরি করে। ২০০৭ সালে ব্রায়ান ওয়াম্পলার প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ওভারড্রাইভ, ডিস্টরশন, ফাজ এবং মডুলেশনের জন্য উদ্ভাবনী এবং চমৎকার ডিজাইন করা পেডালের জন্য খ্যাতি পায়। বিশ্বের শীর্ষস্থানীয় অনেক সংগীতশিল্পী তাদের পেডাল ব্যবহার করে থাকেন।
ভাইকিংস এক বিবৃতিতে বলেছে, ‘ওয়াম্পলার পেডালস-এর স্বীকৃতি পাওয়া ফারুকের জন্য নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন। তিনি তাঁর নাম ওয়াম্পলারের অফিশিয়াল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করে বৈশ্বিকভাবে স্বীকৃত একজন গিটারিস্ট হিসেবে তাঁর অবস্থান আরও দৃঢ় করেছেন। তাঁর গভীর আবেগপূর্ণ ও শক্তিশালী সংগীত পরিবেশনের দক্ষতা ওয়াম্পলারের উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা সংগীতশিল্পীদের সৃজনশীলতাকে আরও ফুটিয়ে তুলতে সহায়তা করে।।’