You have reached your daily news limit

Please log in to continue


৭ লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে ডিজনি প্লাস

২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি মালিকানাধীন স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি প্লাস সাবস্ক্রাইবার হারিয়েছে সাত লাখ। তবে প্রতিষ্ঠানটির সামগ্রিক ব্যবসার উন্নতি হয়েছে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

তিন মাসে মোটামুটি বড় অংকের সাবস্ক্রাইবার হারালেও প্লাটফর্মটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ১২ কোটি ৪৬ লাখ। স্ট্রিমিং দুনিয়ায় যথেষ্ট বিকল্প থাকায় ডিজনি প্লাস যে একেবারে খারাপ অবস্থায় রয়েছে তা মনে করছেন না বিশ্লেষকরা। তবে ২০২৫ সালে সাবস্ক্রাইবার সংখ্যা আরো কমতে পারে বলে ধারণা করছে কোম্পানিটি।

সমালোচকদের মতে, ডিজনি প্লাসে ভালো কনটেন্ট আছে। তবে নেটফ্লিক্সের মতো ঘনঘন নতুন শো রিলিজ করা হয় না। এক্ষেত্রে প্লাটফর্মটি অ্যাপল টিভির মতো পরিকল্পিত পদ্ধতি অনুসরণ করে। এতে গ্রাহকের জন্য ভালো শো থাকে বটে, তবে পর্যাপ্ত বৈচিত্র্য না থাকায় তারা দীর্ঘসময় সাবস্ক্রিপশন অব্যাহত রাখেন না।

দর্শক ধরে রাখতে ডিজনি হুলু ও ইএসপিএনের মতো অংশীদারদের সঙ্গে বান্ডেল পরিষেবা দিচ্ছে, যাতে আরো কনটেন্ট দেখানো যায়। তবে সামগ্রিকভাবে ডিজনির আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে।

শেয়ারপ্রতি ১ ডলার ৭৬ সেন্ট মুনাফার কারণে মোট আয় হয়েছে ২ হাজার ৪৭০ কোটি ডলার। এক্ষেত্রে ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছিল- প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ১ ডলার ৪৩ সেন্ট মুনাফার কারণে আয় হবে ২ হাজার ৪৫৫ কোটি ডলার। এদিকে প্লাটফর্মটির জন্য প্রতিযোগিতাও বাড়ছে। কারণ গত বছরের শেষ তিন মাসে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বেড়েছে ১ কোটি ৯০ লাখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন