বড় পর্দায় ফিরছে সত্যজিৎ-উত্তমের ‘নায়ক’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪
ভারতে পুরনো সিনেমা নতুন করে মুক্তির মিছিলে এবারে যোগ হয়েছে মহানায়ক উত্তম কুমারের ‘নায়ক’।
কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মাণে সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে; যে সিনেমায় নির্মাতা ফাঁস করেছিলেন একজন নায়ক- সুপারস্টারের ভেতরের জগৎ। প্রশংসা, গ্ল্যামার, ব্যস্ততার আড়ালে তারকাজীবনের অন্তরালের যাতনা দর্শকের সামনে তুলে ধরেন সত্যজিৎ নায়কের মাধ্যমে।
আগামী ২১শে ফেব্রুয়ারি সারা ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘নায়ক’।
কলকাতায় ‘নায়ক’ দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও।
এবারের মুক্তিতে সিনেমার নিবেদক পরিচালক সৃজিত মুখার্জি।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি