![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/carlo-ancelotti-simeone-090225-01-1739083792.jpg)
আতলেতিকোর পেনাল্টি নিয়ে আনচেলত্তির প্রশ্ন, সিমেওনের সন্তুষ্টি
রেফারিং নিয়ে চলমান নানা বিতর্কের কারণেই হয়তো, শুরুতে ব্যাপারটি এড়িয়ে যেতে চাইলেন কার্লো আনচেলত্তি। তবে ছাইচাপা আগুন একটা পর্যায়ে বেরিয়েই এলো। রেয়াল মাদ্রিদের কোচ বললেন, ফুটবলের লোকেরাই বুঝে উঠতে পারছেন না পেনাল্টির সিদ্ধান্তটি। প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনের মতে, রেফারি সম্ভাব্য সেরা পথেই পরিস্থিতি সামলেছেন।
লা লিগায় মাদ্রিদ ডার্বিতে শনিবার ৩৫তম মিনিটে ওই পেনাল্টি গোলেই এগিয়ে যায় আতলেতিকো। পরে দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।
ম্যাচের ৩১তম মিটিয়ে রেয়ালের বক্সে অহেলিয়া চুয়ামেনি বাড়ানো পা গিয়ে লাগে সামুয়েল লিনোর পায়ের অগ্রভাগে। তবে বল সরে গিয়েছিল আগেই। রেফারি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত জানান। আনচেলত্তির চোখেমুখে তখনই ছিল অবিশ্বাসের ছাপ। বাঁকা হাসিও খেলে যায় তার ঠোঁটে। ধারাভাষ্যকাররা বলছিলেন, এটা পেনাল্টি হতে পারে না। হুলিয়ান আলভারেসের পেনাল্টিতে আতলেতিকো এগি যাওয়ার পর ধারাভাষ্যকাররা বলছিলেন, “বলতেই হবে ম্যাচের প্রথম গোলটি বিতর্কিত।”
- ট্যাগ:
- খেলা
- বিতর্কিত
- স্প্যানিশ লা লিগা
- পেনাল্টি