![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-09%2Fmqfn15ky%2FTrophy-with-Barisal-Team3.jpg?rect=0%2C1%2C5472%2C3648&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
যেসব কাণ্ডে এবারের বিপিএলকে আপনার মনে রাখতেই হবে
৪০ দিনব্যাপী টি–টোয়েন্টির উৎসব শেষ হয়েছে গত পরশু। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঘটন–অঘটন তো অনেকই হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত পাঁচ বেছে নিয়েছে প্রথম আলোর ক্রীড়া বিভাগ।
দুর্বার রাজশাহী
কখনো ক্রিকেটারদের অনুশীলন বর্জন, কখনো বিদেশিই ছাড়া খেলতে নামা—ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার নজিরবিহীন সব ঘটনা ঘটিয়েছে দুর্বার রাজশাহী। এবারের বিপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটি ছিল তারা। তবে নেতিবাচক খবরের শিরোনামের শীর্ষস্থানটা একাই দখলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি।
স্পট ফিক্সিং
ফিক্সিংয়ের কথা এখন প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগ এলেই শোনা যায়। এমন নয় যে বিপিএলে এর আগে এমন ঘটনা ঘটেনি, ফিক্সিংয়ের জন্য ক্রিকেটারদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও আছে এই টুর্নামেন্টে। তবে এবার বলতে গেলে পুরো বিপিএল জুড়েই আলোচনায় ছিল ফিক্সিং।
চেনা মুখের জয়-জয়কার
বিপিএলের আগে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে আলো কেড়েছিলেন তরুণ তুর্কিরা। জিশান আলম, আরিফুল ইসলাম, আজিজুল হাকিম, আহমেদ শরীফ, রাকিবুল হাসানরা শিরোনাম হয়েছিলেন মাঠের পারফরম্যান্স দিয়ে। কিন্তু বিপিএলে কোনো ছাপই রাখতে পারেননি তাঁরা। ব্যাটসম্যান ও বোলারদের শীর্ষ দশে পরিচিত ও অভিজ্ঞ নামেরই ভিড়। ব্যাটিংয়ের শীর্ষ দশের নয়জনই কোনো না কোনো সময় খেলেছেন বাংলাদেশ দলে। ব্যতিক্রম যে একজন, তিনি আবার বিদেশি—গ্রাহাম ক্লার্ক।