দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফখরুল
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া দলের অন্য নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার যুক্তরাষ্ট্রের আলেক্সান্দ্রিয়ায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখানে আরও যারা পালিয়ে গেছেন, তাদের সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন।
“তারা চেষ্টা করছেন, বাংলাদেশে কীভাবে নৈরাজ্য সৃষ্টি করা যায়; কীভাবে অস্থিতিশীলতা তৈরি করে দীর্ঘ আন্দোলনের সফলতা ও বিজয় নস্যাৎ করা যায়।”
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে যোগ দেন তারা। তাদের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও।