![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/08/amtali-clash-bnp-67a77ac23e66d.jpg)
কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহত ১৭
বরগুনার আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহণ কাউন্টার দখলকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও পৌর বিএনপির দুটি পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমতলীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টার দখল নিয়ে পৌর বিএনপির আহবায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয়।
সামসুল হক চৌকিদারের দাবি, ইউনিক পরিবহণ কর্তৃপক্ষ তাকেই কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে কবির ফকির দাবি করেন, ইউনিক পরিবহণ কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দিয়েছেন। এ দুজনে কাউন্টার পরিচালনার দায়িত্ব পাওয়ার দাবি করলেও ৪ মাস ধরে কবির ফকির এটি পরিচালনা করে আসছেন।