![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/07/foreign_advisor_touhid_hossain.jpg)
ভারত-চীন-আমেরিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশ বিদেশি দেশগুলোর কাছে এই বিশ্বাস অর্জন করেছে যে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ সঠিক পথেই আছে।
তিনি বাসসকে বলেন, 'আমাদের বিদেশি বন্ধুদের মধ্যে সন্দেহ ছিল। তারা ভাবছিল এখানে কী ঘটছে ও এরপর কী ঘটবে? আমি বিশ্বাস করি যে, আমরা তাদের আশ্বস্ত করতে পেরেছি যে, বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।'
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের পর কিছু 'বাধা' অনিবার্য ও ব্যাপকভাবে সম্ভাব্য ছিল।
গত ছয় মাসে বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত সরকারের অর্জন সম্পর্কে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমরা সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি ও বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছি।'
তিনি বলেন, অর্থনীতি হোক বা রাজনীতি, দেশ সঠিক পথে এগিয়ে চলেছে এবং 'আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সফলভাবে বোঝাতে পেরেছি।'