![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/spacejunk-reuters-060225-01-1738923760.jpg)
ব্যস্ত প্লেনের যাত্রা পথে ভয় আছে মহাকাশ বর্জ্যের: গবেষণা
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস-এর মহাকাশযানের ধ্বংসাবশেষ ব্যস্ত প্লেনের ওড়ার পথে পড়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। আর এ ঝুঁকির পরিমাণ প্রতি চারটি বর্জ্যের মধ্যে একটি বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
এসব স্পেস জাঙ্কের আসলে কোনও প্লেনকে আঘাত করার ঝুঁকির পরিমাণ খুব কম। তবে ব্যস্ত ফ্লাইটপাথে পড়ার ও এসব প্লেনের পথ ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি অন্যান্য বিঘ্নের কারণ হতে পারে এসব জাঙ্ক– এমন ঝুঁকি রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এখানে ২০২২ সালের এক ঘটনার উদাহরণ তুলে ধরেছেন গবেষকরা, যেখানে দক্ষিণ ইউরোপে ২০ টন ওজনের একটি রকেটের টুকরো ভেঙে পড়ে ও এর ফলে ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
প্রতি বছরই সমানতালে বাড়ছে ফ্লাইট ও মহাকাশযানের উৎক্ষেপণ। গত বছর ২৫৮টি সফল রকেট উৎক্ষেপণ হয়েছে মহাকাশযানের, যার মধ্যে রেকর্ড ১২০টি রকেট অনিয়ন্ত্রিতভাবে পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে এবং এখনও দুই হাজার তিনশটিরও বেশি রকেটের টুকরো রয়েছে কক্ষপথে।
এর মানে হচ্ছে, প্লেন ও মহাকাশযানের মিথস্ক্রিয়ার বিপদ বাড়ছে। গবেষণার লেখকরা সতর্ক করে বলেছেন, মানুষকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট কাজ করছে না মহাকাশ শিল্প, এর বদলে এসব ঝুঁকি প্লেন কোম্পানির ওপর চাপিয়ে দিচ্ছে তারা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মহাকাশ
- বর্জ্য পদার্থ