You have reached your daily news limit

Please log in to continue


ফাইনালে তামিম যেখানে বাকিদের চেয়ে এগিয়ে

বিপিএল ফাইনাল নিয়ে চিটাগং কিংসের গেম প্ল্যানিংয়ে নিশ্চয়ই ব্যাপারটি আলোচনায় এসেছে। ফাইনালে প্রতিপক্ষ ফরচুন বরিশালের সেরা ব্যাটসম্যানটি কে?

ফাইনালের পরিসংখ্যান বলছে চট্টগ্রামেরই ছেলে এবং বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৩ ইনিংসে ৩৫৯ রান নিয়ে এবারের বিপিএলে তামিমই বরিশালের সবচেয়ে সফল ব্যাটসম্যান। ফাইনালে তাঁকে নিষ্ক্রিয় রাখা কিংবা দ্রুত আউট করাটা হবে বোলিংয়ে নেমে চিটাগংয়ের প্রথম লক্ষ্য।

ভাবতে পারেন, আরও ব্যাটসম্যান তো আছে! তামিমের সঙ্গে ওপেনিংয়ে অন্য প্রান্তে নামা তাওহিদ হৃদয়ও কম বিপজ্জনক নয়। এই চিটাগংয়ের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে খেলেছেন অপরাজিত ৮২ রানের ইনিংস। তিনে নামা ডেভিড ম্যালানও আছেন রানের মধ্যে। কিন্তু চিটাগংয়ের টিম অ্যানালিস্ট নিশ্চয়ই জানেন, বিপিএল ফাইনালে প্রতিপক্ষ দলে তামিম থাকলে তাঁকে সবার আগে আউটের পরিকল্পনা করাই হবে বুদ্ধিমানের কাজ। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে তামিমের ব্যাট যে কখনো হতাশ করেনি।

বিপিএল ফাইনালে তামিমের রানই সবচেয়ে বেশি। ২ ম্যাচে করেছেন ১৮০ রান। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের চেয়ে বিপিএল ফাইনালে ১ রান বেশি করে শীর্ষে এই বাঁহাতি। গেইলও খেলেছেন ২ ফাইনাল, রান ১৭৯। বিপিএল ফাইনালে সেঞ্চুরি আছে শুধু দুজনেরই। বিপিএল ফাইনালে রান করায় শীর্ষ দশে বাকিদের সঙ্গে তামিমের পার্থক্য আরও আছে। লিটন দাস কিংবা সাকিব আল হাসানের মতো তারকা ৫টি বিপিএলের ফাইনাল খেলেও রান তোলায় তামিমের চেয়ে ন্যূনতম ৫০ রানের বেশি ব্যবধানে পিছিয়ে। ৫ ফাইনালে লিটনের মোট রান ১০৩। সাকিব লিটনের সমানসংখ্যক ফাইনাল খেলে ৮৯ রান করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন