You have reached your daily news limit

Please log in to continue


রাজশাহীতে ভেঙে ফেলা হয়েছে সাবেক মেয়র লিটনের বাড়ির একাংশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী নগরের উপশহর এলাকায় এক্সক্যাভেটর দিয়ে তিনতলা বাড়িটি ভাঙা হয়।

সে সময় সেখানে উপস্থিত ক্ষুব্ধ জনতাকে সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে দেখা যায়।

এছাড়া এক্সক্যাভেটর দিয়ে বাড়ি ভাঙা দেখার জন্য অনেক সাধারণ মানুষও সেখানে ভিড় করেন। অনেকেই ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করেন।

তবে এ ব্যাপারে দ্বায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলেও এ নিয়ে কোনো কথা বলতে চাননি পুলিশের কর্মকর্তারাও।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন