
কোনো এক কারণে শুটিংয়ে খেপে গিয়েছিলাম
তরুণ নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বলী সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। সিনেমাটি আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চট্টগ্রামে নিজের বাড়ি থেকেই ‘বিনোদন’-এর মুখোমুখি হলেন এই অভিনেতা। সাক্ষাৎকারটি নিয়েছেন মনজুরুল আলম
প্রথম আলো :
‘বলী’ মুক্তি পাচ্ছে, আপনি চট্টগ্রামে কেন?
নাসির উদ্দিন খান: মুক্তির খবরটা আগে জানলে আরও আগেই প্রচারণায় যুক্ত হতে পারতাম। কাল থেকেই সিনেমাটির প্রচারণায় যুক্ত হব।
প্রথম আলো :
প্রচারণা নিয়ে কী বলবেন?
নাসির উদ্দিন খান: ফিল্ম রিলিজ নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, হাতে গোনা দু–একটি সিনেমা ঠিকমতো প্রচারণা করেছে। বেশির ভাগ সিনেমাই অনেকটা হুটহাট করে মুক্তি পেয়েছে। বলী শিগগিরই মুক্তি পাবে, আগেই ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে ঘোষণা করা হয়েছিল। তখন আভাস পেয়েছিলাম, ফেব্রুয়ারির শুরুর দিকে হতে পারে। অবশেষে ৭ তারিখে রিলিজের কথা ৪ তারিখে জানতে পারলাম। এ ধরনের মুভি আরেকটু বেশি প্রচারণার দরকার ছিল। সিনেমাটি নিয়ে দর্শক আগে থেকেই জানে। এটি বুসান চলচ্চিত্র উৎসব থেকে নিউ কারেন্টস পুরস্কার পেয়েছে। সে হিসেবে মানুষ সিনেমাটির কথা জানে। কিন্তু রিলিজ হবে কবে, সেটা অনেকেই জানে না।