শিশুদের কানের সংক্রমণ কেন হয়
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫
কানে প্রচন্ড ব্যথা, রাতভর কান্নাকাটি এবং পরে কান থেকে পুঁজ জাতীয় তরল পদার্থ বের হওয়া এই হলো কান পাকার প্রধান লক্ষণ। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের কানের সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি। মূলত ৬ মাস থেকে দুই বছর বয়সের মধ্যে এর প্রবণতা বেশি থাকে। কানের সংক্রমণ একাধিকবারও হতে পারে এবং পরবর্তী সময় সময়মতো চিকিৎসা না করা হলে কানে শুনতে অসুবিধা দেখতে পাওয়া যায়।
কারণ
ব্যাকটেরিয়া, ভাইরাস ও অ্যালার্জির কারণে নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া বন্ধ হতে পারে,
নাকের পেছনে থাকা এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যেতে পারে,