![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/very_big_201/public/images/2025/02/07/bangladesh_economic_growth.jpg)
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করে ৫.২৫ শতাংশ করা হতে পারে
ডেইলি স্টার
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪
একাধিক বন্যায় ক্ষয়ক্ষতি ও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে।
আগের সরকার মূল বাজেটে ছয় দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর আলোচনা হয়।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, বৈঠকে তারা বর্তমান সামষ্টিক অর্থনৈতিক সূচক ও সংশোধিত বাজেট তুলে করেছিলেন।