বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনাল আগামীকাল। শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস ।
বিপিএলে এবার প্রাইজমানি ২ কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে। আগে চ্যাম্পিয়ন দল পেত ২ কোটি, আর রানার্সআপ দল পেত ১ কোটি করে। এবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আড়াই ও দেড় কোটি টাকা করে পাবে।
শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপ দলই নয়, প্লে-অফে ওঠা অন্য দুই দলও পাচ্ছে বড় অঙ্কের টাকা। এবার ‘ইমার্জিং প্লেয়ারকেও পুরস্কৃত করা হবে।
গত আসরের চেয়ে এবার ২ কোটি ৩ লাখ টাকা বেশি দেওয়া হবে বিপিএলের সমাপনী দিনে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের প্রাইজমানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে মোট ৫ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে এবার। গত আসরে এই অঙ্ক ছিল ৩ কোটি ২৮ লাখ টাকা।