You have reached your daily news limit

Please log in to continue


‘নিজের ঢোল নিজেই পিটাইবা, অন্যে রে দিলে ফাডাইয়া ফেলব’

মানুষটা ছিলেন চূড়ান্ত অগোছালো। তা সত্ত্বেও তার প্রতিভার বিচ্ছুরণ আমাকে স্পর্শ করেছিল। সহকারীর সঙ্গে দাদার ঝগড়া। সহকারীকে বললেন—হায়াত রে স্ক্রিপ্টটা দাও। এদিকে সহকারী জানালেন, দাদা তাকে স্ক্রিপ্টই দেননি। দাদা সেটা হারিয়ে ফেলেছেন। শেষে দাদা রেগে গিয়ে কাগজ ও কলম চেয়ে নিলেন। ঝড়ের গতিতে দৃশ্যটা লিখে ফেললেন। 

আমি অবাক হয়ে গেলাম। তার থেকে অভিনয় শিখেছি। কাজের ধরন শিখেছি। মেকআপ করা শিখেছি। পরবর্তী জীবনে আমি তিন দশক পরিচালনার কাজ যখন করেছি, তখন দাদার সেই শিক্ষা আমাকে সাহায্য করেছে।

—এসব কথা জানালেন বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। কিন্তু কার কথা বললেন অভিনেতা, যাকে হারিয়েও বেঁচে আছেন তার হৃদয়ে। 

সেই তিনি হলেন— প্রয়াত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা ঋত্বিক ঘটক। আজ তার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমের পাতায় প্রয়াত পরিচালককে স্মরণ করলেন অভিনেতা আবুল হায়াত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন