‘প্রবাসী’ হলেন গ্র্যান্ডমাস্টার রাজীব

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫

বাংলাদেশের দাবার সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। দাবা খেলা ও কোচিং দুটোই করতেন রাজীব। গতকাল তিনি সপরিবারে ইংল্যান্ডের পোর্টসমাউথে পৌঁছেছেন। তার স্ত্রী মুনতাহা রুম্মান অর্থি ভূতাত্ত্বিক বিজ্ঞানের ওপর এমফিল করবেন। সেই সূত্রেই মূলত রাজীব ইংল্যান্ডে থাকবেন।


রাজীবের স্ত্রীর পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের এমফিল কোর্স এক বছরের। এই সময়টা ইংল্যান্ডে থাকলেও বাংলাদেশে এসে খেলার চেষ্টা থাকবে গ্র্যান্ডমাস্টারের। 'বাংলাদেশে গত কয়েক বছর লিগ ও ন্যাশনাল ছাড়া তো তেমন কোনো টুর্নামেন্ট হয়নি। এই বছর ন্যাশনাল হয়তো বছরের শেষ দিকে হতে পারে। খেলার ইচ্ছে আছে এখনো। নির্ভর করবে সময়-সুযোগের ওপর’, বলেন রাজীব।


আগামী মাসে এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ রয়েছে শ্রীলঙ্কায়। এই টুর্নামেন্টে বিশ্বকাপ দাবার বাছাইও। রাজীব এই টুর্নামেন্টে না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন, 'মার্চের টুর্নামেন্টটি খেলা সম্ভব হবে না। এপ্রিলে আরেকটি টুর্নামেন্ট রয়েছে সেটি হয়তো খেলতে পারি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও