৩২ নম্বর থেকেও যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন

কালের কণ্ঠ ধানমন্ডি ৩২ নম্বর প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে যে যা পেয়েছেন নিয়ে গিয়েছিলেন। সেই একই চিত্র দেখা যাচ্ছে ধানমণ্ডি ৩২ নম্বরে। সেখানে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পেছনে (উত্তর দিকে) ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে। ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে।


আবার কেউ কেউ ইতিহাস সংরক্ষণের জন্য শেখ মুজিবুর রহমানের বাড়ির ইট এবং পোড়া কয়লা নিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে।


সরেজমিন দেখা গেছে, পেছনের ওই ছয়তলা ভবনে শত শত মানুষ ঢুকছেন। কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন।


আর ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে।


ওই ভবন থেকে যেসব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা বই এবং কার্টন রয়েছে। ভেতর থেকে ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে—এমন স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যার মতো নিয়ে যাচ্ছেন অনেকে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও