![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/06/sadik_abdullah-01.jpg)
সাদিক আব্দুল্লাহ-আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার চালালো ছাত্র-জনতা
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি সাদিক আব্দুল্লাহর বাসভবনে বৃহস্পতিবার ভোররাতে ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
ভোররাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক কর্মী বরিশালের কালীবাড়ি রোডে অবস্থিত সাদিক আব্দুল্লাহর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বুলডোজার দিয়ে ভবনটি ভাঙার চেষ্টা করেন।
তবে, সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্র-জনতাকে সাময়িক নিবৃত করতে সক্ষম হন। তবে, রাত দেড়টার দিকে আবারও ভবনের কিছু অংশ ভাঙতে শুরু করে ছাত্র-জনতা।