বিশ্বজুড়ে ট্রাম্পের প্রস্তাব নিন্দিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার ও ফিলিস্তিনিদের ‘স্থায়ীভাবে’ অন্য দেশে পুনর্বাসিত করার ইচ্ছা প্রকাশের পর বিশ্বনেতারা তীব্র বিরোধিতা করেছেন।
গাজা পুনর্গঠন করে এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানোর ট্রাম্পের বিম্ময়কর প্রস্তাব মধ্যপ্রাচ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং মার্কিন মিত্রদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।
হামাস
গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাবকে ‘আগুনে ঘি ঢালা’ বলে মন্তব্য করেছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘আমাদের ফিলিস্তিনি জনগণ কখনোই কোনো দেশকে আমাদের ভূমি দখল করতে বা আমাদের ওপর অভিভাবকত্ব চাপিয়ে দিতে দেবে না। আমরা রক্তের বিনিময়ে আমাদের ভূমি মুক্ত করব এবং জেরুজালেমকে রাজধানী করে রাষ্ট্র প্রতিষ্ঠা করব।’
ফিলিস্তিনি কর্তৃপক্ষ
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে আব্বাস ও ফিলিস্তিনি নেতৃত্ব গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের তীব্র নিন্দা জানান। তারা বলেন, ‘ফিলিস্তিনের ন্যায্য অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।’
ইসরায়েল
ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তার পরিকল্পনা ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এটি এমন একটি বিষয়, যা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত’ এবং গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ ‘ইতিহাস বদলে দিতে পারে’।