সেই কিশোরী নওগাঁয় র্যাব হেফাজতে, সঙ্গের তরুণ পলাতক
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।
ওসি নুরে আলম বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র্যাব তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে তরুণের খোঁজ পাওয়া যায়নি।
এর আগে নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় তরুণের বাবা মোস্তফা। তাঁর সঙ্গে আজকের পত্রিকার নঁওগা প্রতিনিধির কথা হয়। তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় কাপড়ের দোকানে কাজ করে। তারা বিয়ে করেছে কিনা এ বিষয়ে কিছুই বলেনি। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে এ বিষয়ে তিনি জানেন না।