![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/alu-cover-20250203220131.jpg)
ক্ষুব্ধ কৃষক: হিমাগারে ১ কেজি আলু রাখতে গুনতে হবে ৮ টাকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪
হিমাগারে আলু রাখার ভাড়া প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে আট টাকা করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আগে এক বস্তায় ৮০ কেজি আলু রাখা গেলেও চলতি বছর থেকে ৫০ কেজির বেশি রাখা যাবে না। বস্তার পরিবর্তে খরচও গুনতে হবে কেজি হিসাবে। এ ভাড়া বাড়ানোকে অযৌক্তিক দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চাষিরা।
বিগত কয়েক বছর ধরে দেশে আলুর দামে বছরজুড়ে অস্থিরতা দেখা যায়। হিমাগারের ভাড়া বাড়লে এর প্রভাব পড়বে খুচরা পর্যায়ে আলুর দামেও। ভোক্তাদের বেশি দামে আলু কিনে খেতে হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- হিমাগার
- হিমাগার সংকট