নির্দিষ্ট কতগুলো ব্যবসায়ী গোষ্ঠীকে আরো সম্পদশালী করতে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা হয়েছিল
সবার মধ্যে সংযোগ ও সচেতনতা তৈরি এই পলিসি কনক্লেভের একটি বড় উদ্দেশ্য। সার্বিকভাবে খাদ্যপণ্যের যৌক্তিক দাম কী হতে পারে তা নিয়ে এরই মধ্যে বিভিন্ন প্যানেলিস্ট তাদের জায়গা থেকে বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ দিয়েছেন। বিভিন্ন জন থেকে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব এসেছে।
তা কীভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। আজকের মূল প্রবন্ধ আলোচনায় আলোচক বলার চেষ্টা করেছেন, কেন আমাদের স্বল্পমেয়াদি সমাধান খোঁজার চেয়ে দীর্ঘমেয়াদি সমাধানের দিকে নজর দেয়া উচিত। সে উদ্দেশ্য সামনে রেখেই আসলে এই পলিসি কনক্লেভটি আয়োজিত হয়েছে, যাতে সব ধরনের অংশীজনের কথা আমলে নেয়া যায়।