সামুদ্রিক খাবারে ব্যাপক মাইক্রোপ্লাস্টিক দূষণ: গবেষণায় উদ্বেগজনক ফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪২

আমরা সাধারণত যেসব সামুদ্রিক খাবার খাই, তাতে ব্যাপক মাইক্রোপ্লাস্টিক দূষণ ধরা পড়েছে সাম্প্রতিক এক গবেষণায়। সামুদ্রিক খাবারের সংগ্রীহিত নমুনার ৯৯ শতাংশেই এ দূষণ পাওয়া গেছে, যা মানবস্বাস্থ্যের জন্য এক ক্রমবর্ধমান হুমকি।


গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে পোর্টল্যান্ড স্টেট বিশ্ববিদ্যালয়ের (পিএসইউ)-এর অ্যাপলাইড কোস্টাল ইকোলোজি ল্যাবের বিজ্ঞানীরা।


পিয়ার-পর্যালোচিত এই গবেষণায় সামুদ্রিক খাবারের ১৮২টি নমুনার মধ্যে ৯৯%, অর্থাৎ ১৮০টি নমুনাতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।


এসব নমুনা সংগ্রহ করা হয়েছে দোকানের কেনা খাবার কিংবা অরেগনের মাছ ধরার নৌকা থেকে। গবেষণায় সবচেয়ে বেশি মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে চিংড়িতে।


গবেষকরা আরও জানান, নমুনাগুলোতে মাইক্রোপ্লাস্টিকের সবচেয়ে সাধারন ধরণ পোশাক বা টেক্সটাইল থেকে আসা ফাইবারও তারা শনাক্ত করেছেন। এই ক্ষুদ্র কণাগুলোর উপস্থিতি দেখা গেছে ৮০ শতাংশেরও বেশি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও