You have reached your daily news limit

Please log in to continue


ফুলের নিলাম কুনমিংয়ে, সৌরভ ছড়াচ্ছে দেশে দেশে

দক্ষিণ চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী কুনমিংকে বলা হয় ‘বসন্তের নগরী’; চোখ মেললেই দেখা মিলে নানা প্রজাতির গাছপালা আর রঙিন ফুল। সেখানকার দৌনান ফুল বাজারই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ও ব্যস্ততম তাজা ফুলের বাজার।

এ বাজারেই রয়েছে চীনের একমাত্র ফুল নিলাম কেন্দ্র- কুনমিং ইন্টারন্যাশনাল ফ্লোরা অকশন ট্রেডিং সেন্টার (কেআইএফএ)।

কেন্দ্রের ইন্টারন্যাশনাল রিসেপশন বিভাগের পরিচালক লি শিয়ান বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রটি জাতীয় উন্নয়ন কমিশন ও ইয়ুননান প্রাদেশিক সরকার যৌথভাবে পরিচালনা করে থাকে। কেন্দ্রটি এখন প্রদেশের ফুল শিল্পের ‘ইঞ্জিন রুম’ হিসেবে পরিচিত।

ভৌগোলিক কারণেই ইয়ুননান প্রদেশে ফুল বেশি উৎপাদিত হয়। আধুনিক প্রযুক্তিতে সেখানে চাষ এক হাজারেরও বেশি প্রজাতির ফুল।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল গত ৬ থেকে ৯ অগাস্ট কুনমিং সফর করে। প্রতিনিধি দলটি সেখানকার ফুল নিলাম কেন্দ্র ও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে। প্রতিনিধি দলকে নিলাম কেন্দ্রের বিভিন্ন সেবা ঘুরিয়ে দেখান লি শিয়ান।

ইয়ুননান প্রদেশের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এ কেন্দ্রের মাধ্যমে চীনের ফুল বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ এবং এশিয়ার বৃহত্ অংশের ফুল বাণিজ্য সম্পন্ন হয়। এখানে নিলাম হওয়া ফুল চীনের প্রধান শহরগুলোতে বিক্রি হয় এবং রপ্তানি করা হয় থাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, হংকং, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ ৪০টিরও বেশি দেশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন