যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনাদের বিচ্ছেদ অনিবার্য
‘ম্যারেজ ইজ ওয়ার্ক’—কথাটি শুনেছেন হয়তো। কেননা দাম্পত্য সম্পর্ক এগিয়ে নিতে প্রতিনিয়ত দুই পক্ষ থেকে প্রচেষ্টা চালাতে হয়। আবার দাম্পত্যে নিজের সেরাটা ঢেলে দেওয়ার পরও আপনার মনে প্রশ্ন উঠতে পারে, আমাদের সম্পর্ক কি ঠিক পথে এগোচ্ছে? কিছু লক্ষণ দেখে বুঝে যাবেন, সম্পর্কের একমাত্র পরিণতি বিচ্ছেদ।
কোয়ালিটি সময় না কাটানো
এর মানে হলো সঙ্গীর সঙ্গ আপনাকে আনন্দ দিচ্ছে না। এ কারণেই আপনি সঙ্গী নয়, অন্য কিছুকে গুরুত্ব দিচ্ছেন। সঙ্গীর জন্য আপনার সময় থাকছে না। আবেগপূর্ণ নির্ভরশীলতা না থাকা, শারীরিক আকর্ষণ না থাকা বা কমে যাওয়া, গভীর কথোপকথনের অভাব বিচ্ছেদের পূর্বলক্ষণ।
প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া
আপনি যে প্রত্যাশা নিয়ে সঙ্গীকে বিয়ে করেছিলেন, সেটি না মেলা। বা বিয়ের পর চাহিদা বদলে যাওয়া। অথবা দুজন দুজনের শারীরিক, মানসিক, আবেগপূর্ণ চাহিদা পূরণে ব্যর্থ হওয়া।
দুজনের ভিন্ন ভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বেশির ভাগ বিয়ে ভাঙার অন্যতম প্রধান কারণ জীবন থেকে দুজনের চাওয়া না মেলা। দীর্ঘ মেয়াদে দুজনার পরিকল্পনায় ভিন্নতা।
- ট্যাগ:
- লাইফ
- বিচ্ছেদ
- দাম্পত্য সম্পর্ক