![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/03/11-67a0d92788c00.jpg)
বলিউডের সবচেয়ে দামি বাড়ি কোন তারকার?
আরব সাগরের তীরে মুম্বাই শহরে বেড়াতে গেলেই অনুরাগীরা একবার ঘুরে আসবেন মান্নাত। এটি বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি। এ বাড়ির দাম ২০০ কোটি রুপি। এ তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের বাড়ি জলসাও। প্রতিদিন যে বাড়ির সামনে ভিড় জমান ভক্তরা। জলসার দাম ১০০ কোটি রুপি।
তারকাদের বিলাসবহুল বাড়ির দাম যে আকাশ ছোঁয়া, তা তো সবাই জানেন। এ দৌড়ে কে কার থেকে এগিয়ে রয়েছেন সেটিই এখন আলোচনায় উঠে এসেছে। মূল্যের মাপকাঠিতে শাহরুখ ও অমিতাভকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বলিউডের অন্য এক তারকার বাড়ি।
হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে সাইফদের ‘পাতৌদি প্যালেস’। এর দাম নাকি ৮০০ কোটি রুপি। এ বাড়িতে স্ত্রী কারিনা কাপূর খান ও দুই ছেলে তৈমুর, জেহের সঙ্গে প্রায়ই সময় কাটান সাইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলী খান ও সারা আলী খান এবং সাইফের দুই বোন সাবা আলী খান ও সোহা আলী খানও।
ভারতের সাবেক ক্রিকেটার নবাব ইফতিখার আলী খান পাতৌদি বানিয়েছিলেন পাতৌদি প্যালেস। সাইফের দাদা ইফতিখার আলী খান পাতৌদি ছিলেন পাতৌদির নবাব। ১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিখার আলী খান। সেই সময় তিনি ভেবেছিলেন, তাদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই পাতৌদি প্যালেস তৈরি করেছিলেন তিনি। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এ প্যালেস সাইফ ও তার পরিবারের।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড তারকা
- বিলাসবহুল বাড়ি