বিশ্বজুড়ে হালাল ফুডের সফল ব্যবসা, গোপনে শত শত শিশুকে নিপীড়ন!
মালয়েশিয়ার ‘গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস হোল্ডিংস’ (জিআইএসবিএইচ) বিশ্বজুড়ে জনপ্রিয় রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করে। কিন্তু এই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা গোপনে শত শত শিশুকে নিপীড়ন করেছেন বলে অভিযোগ উঠেছে।
মালয়েশিয়ার পুলিশের বরাত দিয়ে সোমবার সিএনএন জানিয়েছে, এই প্রতিষ্ঠানটি একটি ধর্মীয় কাল্টের মতো পরিচালিত হতো। এই কাল্টের অনুসারী নারী ও পুরুষদের বাধ্যতামূলক শ্রম দিতে হতো। এমনকি অনেক নারী শ্রমিককে সেখানে সন্তানও জন্ম দিতে হতো।
গত সেপ্টেম্বরে জিআইএসবিএইচ পরিচালিত ২৪টি বাড়িতে অভিযান চালিয়ে ছয় শতাধিক নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে মালয়েশিয়ার পুলিশ। সে সময় এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তারও করা হয় এবং তাঁদের বিরুদ্ধে শিশু পাচার, যৌন নিপীড়ন ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়। বর্তমানে তাঁরা আইনি লড়াই করছেন।
উদ্ধার হওয়াদের অনেকেই জানিয়েছেন, বাইরের জগতের সঙ্গে তাঁদের কোনো সংযোগ ছিল না। মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল এবং শুধুমাত্র জিআইএসবিএইচ পরিচালিত টিভি চ্যানেল ‘ইখওয়ান টিভি’র খবর দেখা যেতো। এই চ্যানেলে প্রচার করা হতো নিষিদ্ধ ঘোষিত ইসলামিক কাল্ট ‘আল-আরকাম’-এর শিক্ষা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রেস্তোরাঁ
- শিশু নিপীড়ন