গ্যাসের দাম না বাড়ানো ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি
দীর্ঘদিন ধরে সিরামিক শিল্প খাত গ্যাসের সরবরাহ সমস্যায় ভুগছিল। এরমধ্যে আবার শিল্প খাতে নতুন করে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার। এতে আরও সংকটে পড়বে এ শিল্প। যে কারণে গ্যাসের মূল্যবৃদ্ধি না করা ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি করেছে সিরামিক খাতের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে গ্যাসের মূল্যবৃদ্ধি না করা, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি সিরামিক পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম। তিনি বলেন, সিরামিক গ্যাস নির্ভর একটি শিল্প। এই শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকলে উৎপাদনে থাকা সব পণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। যে সমস্যায় দীর্ঘদিন ধরে এ শিল্প ভুগছে। ফলে কোম্পানিগুলো বিপুল আর্থিক ক্ষতির মধ্যে রয়েছে।