প্রবল বন্যায় তছনছ কুইন্সল্যান্ড
ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার তোড়ে ভেসে গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান একটি মহাসড়কের অংশ বিশেষ।
বিবিসি লিখেছে, মুষলধারে বৃষ্টির মধ্যে রাজ্যটির উত্তরে একজন নিহত হওয়ার পাশাপাশি ঘরছাড়া হয়েছে হাজারো মানুষ। উপকূলীয় শহর টাউন্সভিল, কার্ডওয়েল ও মফস্বল শহর ইংহামের অবস্থা সবচেয়ে শোচনীয়।
সেখানে রেকর্ড বৃষ্টিপাত চলছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বন্যা কবলিত অঞ্চলের অনেক জায়গায় শনিবার থেকে ১ দশমিক ৩ মিটার বৃষ্টি ঝরেছে। তাতে উপচে পড়ছে বাঁধ ও নদীর পানি।
প্রধানমন্ত্রী অ্যানটনি আলবানিজ সোমবার ব্রিফিংয়ে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অস্ট্রেলিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি এক্স পোস্টে লিখেছেন, “অস্ট্রেলিয়ানদের একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসতে আমি দেখেছি। দুর্গত এলাকায় 'বন্যার পানিতে সৃষ্ট শঙ্কা' কয়েকদিন অব্যাহত থাকবে।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্যা আক্রান্ত
- প্রবল বর্ষণ