‘আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে’ নেওয়ার পর অর্থ পরিশোধের আশ্বাস রাজশাহীর কর্ণধারের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৫

বিপিএল পারিশ্রমিক সমস্যা সমাধানে নতুন আশ্বাস দিলেন দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান। এক সপ্তাহের মধ্যে তিনটি কিস্তিতে ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবার পাওনা অর্থ পরিশোধ করবেন তিনি।


এক বিবৃতিতে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানায় এই খবর।


বিবৃতিতে বলা হয়, পারিশ্রমিক পরিশোধে বারবার আশ্বাস দিয়ে টালবাহানার পর সোমবার প্রথম প্রহরে শফিকুর রহমানকে আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে নিজের দায় মেনে নিয়ে তিন কিস্তিতে অর্থ পরিশোধের কথা বলেছেন তিনি।


টুর্নামেন্টের মাঝপথ থেকে দেখা দেওয়া পারিশ্রমিক সমস্যায় একাধিকবার বিসিবিতে বৈঠক করে আশ্বাস দিয়েছেন রাজশাহীর কর্ণধার। সবশেষ শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে তিনি বলেন, রোববারের মধ্যে ৫০ শতাংশ অর্থ পরিশোধ করে দেবেন।


সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি শফিকুর রহমান। উল্টো পারিশ্রমিকের সঙ্গে দেশে ফেরার টিকেট না পাওয়ায় রোববার হোটেলবন্দি দিন কাটে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের। এছাড়া গুঞ্জন ছড়িয়ে পড়ে, অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন রাজশাহীর কর্ণধার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও