
এফএনএসি পরীক্ষা কেন, গুরুত্ব কী
প্রথম আলো
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩
যেকোনো গোটা বা টিউমার শনাক্ত হলে এর মধ্যে সুচ ঢুকিয়ে এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি পরীক্ষা করা হয়ে থাকে। এ পরীক্ষার জন্য কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই। তবে গোটার অবস্থান ও নমুনার ধরনের ওপর নির্ভর করে চিকিৎসক কিছু বিশেষ নির্দেশনা দিতে পারেন।
প্রস্তুতি
- আগে থেকে সেবন করা ওষুধ সম্পর্কে চিকিৎসককে জানান। রক্ত পাতলা করার মতো কিছু ওষুধ পরীক্ষার আগে সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে।
- পরীক্ষার দিন আরামদায়ক ঢিলেঢালা পোশাক পরুন। যদি কোনো রক্তপাতের ব্যাধি থাকে, তবে চিকিৎসককে বলুন। প্রয়োজনীয় ও আনুষঙ্গিক পরীক্ষার রিপোর্ট সঙ্গে নিন।
- চিকিৎসক আপনাকে যেকোনো নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে বলতে পারেন। শরীরের কোন জায়গায় গোটা আছে, তার ওপর নির্ভর করে শুয়ে থাকতে বা আরামে বসতে বলা হবে। সুচ ঢোকানোর সময় বেশির ভাগ ক্ষেত্রে কোনো চেতনানাশকের দরকার হয় না।
নমুনা সংগ্রহ
সুই ব্যবহার করে গোটা থেকে কিছু কোষ বা তরল নেওয়া হয়। পর্যাপ্ত নমুনা না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে হতে পারে। এরপর সুই সরিয়ে রক্তপাত কমাতে চাপ প্রয়োগ করা হবে। পরে ছোট ব্যান্ডেজ করে দেওয়া হয়। এ পরীক্ষা বহির্বিভাগেই করা যায়, ভর্তির দরকার হয় না। জায়গাটিতে হালকা ব্যথা অনুভব করতে পারেন, যা এক–দুই দিনের মধ্যে কমে যাবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- টিউমার
- শনাক্ত
- মেডিকেল টেস্ট