বিপিএল থেকে ছুটি তানজিদ–তাসকিনের, শেষ পর্যন্ত শীর্ষে থাকতে পারবেন তো

প্রথম আলো প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬

ত-এ তানজিদ, ত-এ তাসকিন।


এবারের বিপিএলে রান ও উইকেটে শীর্ষ দুই খেলোয়াড়ের নাম। শুধু নামের আদ্যাক্ষরেই নয়, তানজিদ হাসান ও তাসকিন আহমেদকে মিলিয়ে দিয়েছে আরেকটি তথ্যও। লিগ পর্ব খেলেই যে ছুটি পেয়ে গেছেন দুজন। তানজিদের ঢাকা ক্যাপিটালস ও তাসকিনের দুর্বার রাজশাহী বিদায় নিয়েছে প্লে-অফ পর্বের আগেই।


এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল—বিপিএলে ম্যাচ বাকি চারটি। ওই চার ম্যাচ শেষেও তানজিদ ও তাসকিন শীর্ষে থাকতে পারবেন কি না, প্রশ্ন সেটিই। ২৫ উইকেটে নিয়ে এক বিপিএলে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়া তাসকিন অবশ্য একটু স্বস্তিতে থাকতে পারেন। উইকেটসংখ্যায় তাঁর সবচেয়ে কাছে থাকা ফাহিম আশরাফ ফিরে গেছেন দেশে। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পেয়েছেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ২০ উইকেট নেওয়া এই পেস বোলিং অলরাউন্ডার।


১৯ উইকেট নিয়ে এরপরই আছেন আরেক পাকিস্তানি পেসার আকিফ জাভেদ। রংপুর রাইডার্স প্লে-অফ পর্ব পেরিয়ে ফাইনালে উঠতে পারলে আরও তিনটি ম্যাচ হাতে পাবেন আকিফ। সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলার সুযোগ আছে চারে থাকা চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদের (১৯)। খালেদরা প্রথম কোয়ালিফায়ারে বরিশালকে হারালে অবশ্য সরাসরি ফাইনালে উঠে যাবে, তখন দলটি খেলবে দুটি ম্যাচ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও