বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে লাগবে প্রবেশ ফি

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪

বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। খুশি মনে সাধ্যমতো উপহার নিয়ে আপনি অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁর বিশেষ দিনটিতে আনন্দ ভাগাভাগি করে নেবেন—সাধারণত এমনটাই দেখা যায়। কিন্তু বন্ধু জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করার পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিতে প্রবেশ ফি চেয়ে বসলে নিশ্চয়ই খানিকটা হতবাক ও বিব্রত হবেন!


এক নারীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট দিয়েছেন ওই নারী। তিনি নিজের নাম–পরিচয় প্রকাশ করেননি।


পোস্টে ওই নারী একটি ডিজিটাল আমন্ত্রণপত্রের ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের দিতে হবে ৪৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি ৬০ হাজার টাকার বেশি)! সঙ্গে অতিথি আনতে চাইলে জনপ্রতি আরও ৩০ হাজার টাকা (২৫০ ডলার) গুনতে হবে।


ওই পোস্টের শিরোনামে লেখা, ‘এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। মাত্রই দাওয়াতপত্র পেলাম এবং আমাকে এ জন্য ৪৯৯ ডলার দিতে হবে। আমি যদি সঙ্গে একজন অতিথি নিতে চাই, তবে গুনতে হবে আরও ২৫০ ডলার।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও