You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বে আজ সবচেয়ে দূষিত ঢাকার বাতাস

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। রবিবার সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। আজ ঢাকার বায়ুর মানের স্কোর ৩৭৪। অর্থাৎ এই শহরের বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’।

তালিকায় ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াংগুন শহর। ভারতের দিল্লি ২০৮ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে। এই দুটি শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া রাশিয়ার ক্রাসনোয়ারস্ক শহর ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে। তালিকায় পঞ্চম অবস্থানে উঠে আসে ইরানের তেহরান, যার স্কোর হচ্ছে ১৭৫। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন