প্রচুর অর্থ না গৌরব—কোন পথে হাঁটবেন ভিনিসিয়ুস? সেটা নিয়ে তাঁর সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন সবাই। সেই অপেক্ষার ভেতরই এসেছে নতুন খবর। নেইমার চলে আসার পর আল হিলাল এখন তাঁর শূন্যতা পূরণে রদ্রিগোকে চায়। অর্থাৎ রিয়াল মাদ্রিদের দুই তারকাকেই চায় সৌদি ফুটবল। সে জন্য পারিশ্রমিকের অঙ্কাটা রীতিমতো লোভনীয়।
গত সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিসিয়ুসকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। কোন ক্লাব তা, নিশ্চিত না হওয়া গেলেও এতটুকু জানা গিয়েছিল, আল আহলি, আল নাসর ও আল হিলাল আছে এই দৌড়ে। এই পারিশ্রমিকের পাশাপাশি দলবদলের ফি হিসেবেও ৩০ কোটি ইউরো দেওয়ার কথা বলা হয়েছিল। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর (১৬ হাজার ৪৪৮ কোটি টাকা প্রায়) প্রস্তাব। পারিশ্রমিকে ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ৬৫৩ কোটি টাকা), দলবদল ফি হিসেবে বাকি ৩০ কোটি।