ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার আরও তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার তাদের মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলে বন্দি ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাবেন।
বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়, হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবেইদা তার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন।