হাসিনা পালানোর পরও কেন সাভারে পুলিশ এই হত্যাকাণ্ড চালাল
শেখ হাসিনার বিদায় ঘোষণা বা দেশ ছেড়ে পালানোর পর গত ৫ আগস্ট রাজধানী ঢাকার পাদদেশ সাভারে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তার একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে প্রথম আলো। ভিডিওটি দেখার পর সত্যি আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। আমার বিশ্বাস, যাঁরাই আবদুল্লাহ আল হোসাইনের ওই প্রামাণ্যচিত্র দেখেছেন, তাঁদের হৃদয়ের আরও একটিবার রক্তক্ষরণ হবে।
চব্বিশের ওই সব নৃশংস হত্যাকাণ্ডের অনেক ভিডিও ছড়িয়ে–ছিটিয়ে হয়তো আছে, তবে প্রথম আলোর ওই অনুসন্ধানী প্রামাণ্যচিত্র এই গণ-অভ্যুত্থানের একটি সমন্বিত দলিল হিসেবে থাকবে, যা আমাদের বারবার মনে করে দেবে সেই দিনের নির্মমতাকে। সাভারের ওই ঘটনার ভুক্তভোগী পরিবার কতটা বিচার পাবে, জানি না, তবে এসব হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার না হলে দেশে আইনশৃঙ্খলা বা আইন-আদালতের প্রতি মানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে।